ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নির্বিঘ্ন এসএসসি পরীক্ষা নিশ্চিতে বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
নির্বিঘ্ন এসএসসি পরীক্ষা নিশ্চিতে বিজিবি মোতায়েন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা-২০১৫ নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীসহ সারাদেশে ৩২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি’২০১৫) রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা এ তথ্য জানান।



তিনি বলেন, মোতায়েনকৃত বিজিবি সেনাদের মধ্যে রাজধানীতে দায়িত্ব পালন করবে ১৬ প্লাটুন। এছাড়াও  কাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা-২০১৫ এর সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আরো ১০০ প্লাটুন বিজিবি জওয়ান।

৮৭ প্লাটুন বিজিবি সদস্যকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর পাশাপাশি দেশব্যাপী সড়ক-মহাসড়কে টহলের দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।