শাহবাগ থেকে: শাহবাগ আন্দোলনের ওপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী, প্রতিবাদী গান ও স্লোগানের মাধ্যমে রাত জাগছে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।
‘পুড়ছে বাংলাদেশ, পুড়ছে মানবতা/ ঐক্যবদ্ধ প্রতিবাদ, রুখতে পারে সন্ত্রাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করা এবং জামায়াত শিবির নিষিদ্ধসহ ছয়দফা বাস্তবায়নের দাবিতে ফের টানা অবস্থান শুরু করেছে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ অবস্থান শুরু করে তারা।
সকাল থেকেই বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শাহবাগে জড়ো হয়ে দেশব্যাপী চলমান সন্ত্রাস নৈরাজ্য ও পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার তীব্র প্রতিবাদ জানান।
রাত সাড়ে দশটার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বাংলানিউজকে বলেন, যতদিন পর্যন্ত মানুষ হত্যা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের অবস্থান চলবে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শাহবাগে লোক সমাগম আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইমরান জানান, শুক্রবার বিকেল ৪টায় শাহবাগ থেকে সদরঘাটের বাহদুর শাহ পার্ক পর্যন্ত ‘মুক্তির অভিযাত্রা’ নামে পদযাত্রা কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ।
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদ জানিয়ে ফাঁসির দাবিতে আন্দোলনে নামে গণজাগরণ মঞ্চ।
ঠিক দুই বছর পর দেশব্যাপী পেট্রোল বোমা হামলা ও ককটেলের আঘাতে মানুষের মৃত্যু ও দগ্ধ করার প্রতিবাদে গণজাগরণ মঞ্চ আবারও সেই একই স্থানে টানা অবস্থান করেছে।
** গণজাগরণের আল্পনায় ‘পরীক্ষা দিতে চাই’
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫