ঢাকা বিশ্ববিদ্যালয়: সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থী নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একে এম শহীদুল হককে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(ঢাবিসাস)।
বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) বিকেলে সমিতির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি পৌঁছে দেন।
স্মারকলিপিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য নিউ এজ পত্রিকার বিশ্ববিদ্যালয় রিপোর্টার নাজমুল হুদা সুমন ও বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুজ্জামান শুভর উপর অমানবিক নির্যাতনকারী রমনা থানার এসআই মেহেদী হাসান সুমনসহ দোষী পুলিশ সদস্যদের দ্রুত শাস্তির আওতায় এনে চাকরিচ্যুত করতে হবে।
প্রতিনিধি দলে ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সানাউল হক সানী প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫