ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দোষীদের শাস্তি চেয়ে আইজিপিকে ঢাবিসাসের স্মারকলিপি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
দোষীদের শাস্তি চেয়ে আইজিপিকে ঢাবিসাসের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়: সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থী নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একে এম শহীদুল হককে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(ঢাবিসাস)।

বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) বিকেলে সমিতির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি পৌঁছে দেন।

পুলিশ মহাপরিদর্শকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন তাঁর পিএস শাহজালাল।

স্মারকলিপিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য নিউ এজ পত্রিকার বিশ্ববিদ্যালয় রিপোর্টার নাজমুল হুদা সুমন ও বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুজ্জামান শুভর উপর অমানবিক নির্যাতনকারী রমনা থানার এসআই মেহেদী হাসান সুমনসহ দোষী পুলিশ সদস্যদের দ্রুত শাস্তির আওতায় এনে চাকরিচ্যুত করতে হবে।

প্রতিনিধি দলে ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সানাউল হক সানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।