ঢাকা: হরতাল-অবরোধ তুলে নেওয়া পর্যন্ত গুলশান-২ গোলচত্তরে অবস্থান করার ঘোষণা দিয়েছে সর্বস্তরের গাড়ি চালক সমাজ’র ব্যানারে কয়েকশ চালক।
একই সাথে পেট্রোল বোমা দিয়ে চালক হত্যা, গাড়ি পোড়ানোর প্রতিবাদে শুক্রবার সকাল ১১টায় খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করার ঘোষণাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে গুলশান-২ গোলচত্ত্বরে সর্বস্তরের গাড়ি চালক সমাজ এর সমন্বয়ক আলী হোসেন এ ঘোষণা দেন।
পেট্রোল বোমা দিয়ে চালক হত্যা, গাড়ি পোড়ানো বন্ধ, হরতাল-অবরোধ তুলে নেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কয়েকশ চালক গোলচত্তরে অবস্থান কর্মসূচি পালন করছে।
কর্মসূচিতে বিভিন্ন পরিবহনের চালকরা শরীর ও মাথায় কাপনের কাপড় নিয়ে, পোড়া গাড়ি, হরতাল-অবরোধ, চালক হত্যা বন্ধ করার দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান করছে।
বৃহস্পতিবার রাতে গুলশান-২ গোল চত্তরে গিয়ে দেখা যায়, গোলচত্তরের দুইটি সড়ক বন্ধ করে হরতাল, অবরোধ, হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছে চালকরা।
এসময় চালকরা গায়ে ও মাথায় কাপনের কাপড় পরে ছিলেন। হাতে, বুকে রাখা ফেস্টুনে হরতাল-অবরোধ বিরোধী বিভিন্ন স্লোগান দেখা যায়।
সড়কের একটি অংশে পিকআপ ভ্যানের ওপর বানানো হয়েছে অস্থায়ী মঞ্চ। স্লোগানের ফাঁকে গানের মাধ্যমে চালকদের উজ্জীবিত রাখা হচ্ছে। শীত থেকে বাঁচতে দেওয়া হয়েছে কয়েকশ কম্বল।
নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় বন্ধ হওয়া সড়কের দুই পাশে পুলিশ পাহারা বসানো হয়েছে। চালকদের দাবি, কর্মসূচি প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।
আলী হোসেন বাংলানিউজকে বলেন, হরতাল-অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত বিরতিহীনভাবে কর্মসূচি চলবে। কোন রাজনৈতিক দলের ব্যানারে নয় শত শত চালক এতে স্বেচ্ছায় অংশ নিয়েছে। আমরা খেটে খাওয়া মানুষ আমরা কেন পেট্রোল বোমা সহিংসতার শিকার হবো। আমরা শান্তিতে বেঁচে থাকতে চাই।
আলী হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হরতাল-অবরোধের নামে আর একজন চালক, হেলপারের গায়ে পেট্রোল বোমা ছুঁড়লে আমরা গোলচত্তরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবো।
খালেদার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দেশে প্রায় ৩০ লাখ চালক-হেলপার আজ ঐক্যবদ্ধ। আপনার কর্মসূচি প্রত্যাহার করতে হবে। আগামীকাল (শুক্রবার) সকাল ১০-১১টার ভেতর কয়েকশ চালক-হেলপার নিয়ে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে কর্মসূচি প্রত্যাহারে বাধ্য করা হবে।
কর্মসূচিতে যোগ দিতে সারাদেশের চালক-হেলপারদের আহ্বান জানান তিনি।
সংগঠনের সদস্য সচিব আবদুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, সহিংসতার প্রতীক হিসেবে কয়েকশ পোড়া গাড়ি নিয়ে কার্যালয় ঘেরাও করা হবে।
খালেদা জিয়ার প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আপনার সন্তান মারা গেছে তার ৪০ দিন পর্যন্ত শোক পালন করার কথা। কিন্তু আপনি হরতাল-অবরোধ দিয়ে সে শোক পালন করছেন। আপনার নিক্ষিপ্ত পেট্রোল বোমায় বাবা হারানো ছেলে, সন্তান হারা মা, স্বামী হারানো স্ত্রী আপনাকে কখনো ক্ষমা করবে না। কর্মসূচি প্রত্যাহার না করলে চালক সমাজ আপনাকে দাঁত ভাঙ্গা জবাব দেবে।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫