ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত-২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত-২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২জন।



বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি’২০১৫) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন উপজেলার ডহরগাঁও এলাকার সাত্তার আলীর ছেলে। আহতরা হলেন পাশের হোড়গাঁও এলাকার শাহীন মিয়া (২২)ও রিয়াদ মিয়া (২১)।

ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুলফিকার তালুকদার বাংলানিউজকে জানান, ভুলতা থেকে একটি মটরসাইকেল যোগে আহত ওই দুই জনকে নিয়ে নিজ বাড়ি ডহরগাঁও ফিরছিলেন এসএসসি পরীক্ষার্থী জয়নাল আবেদীন। গোলাকান্দাইল এলাকা অতিক্রমকালে অপর দিক থেকে আসা দ্রুতগামী ক্যাভার্ডভ্যান মটরসাইকেলটিকে জোরে ধাক্কা মারে। এসময় ঘটনাস্থলেই জয়নাল আবেদীন মারা যান। আহত হন শাহিন মিয়া ও রিয়াদ মিয়া নামের দুই জন।

ঘাতক ক্যাভার্ডভ্যানটি আটক করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে বলেও জানান এএসআই।
 
বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।