সিলেট: ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে সিলেট ডায়াবেটিক হাসপাতালে ভাঙচুর করেছেন রোগীর স্বজনরা। এ ঘটনায় চিকিৎসক-সেবিকাসহ অন্তত ৫জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ভাঙচুর ও হামলার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক মহিলা রোগী মারা যাওয়াকে কেন্দ্র করে রোগীর স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, কেবিন, ফার্মেসি ও ডায়ালাইসিস কক্ষ ভাংচুর করেন। হামলায় আহত হয়েছেন কর্তব্যরত চিকিৎসক শিহার উদ্দিন রাফি ও সেবিকা লাভলী দে, সিকিউরিটি গার্ড সোহেল ও ওয়ার্ডবয় আলী হায়দার।
রোগীর স্বজনদের অভিযোগ, ব্রেস্ট টিউমারে আক্রান্ত লিজা বেগম(২০) হাসপাতালের চিকিৎসক মীর মাহবুবুল আলমের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। টিউমার অপারেশনের জন্য রোগীকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে এনেস্থেশিয়া দেওয়ার পর রোগীর সমস্যা দেখা দেয়।
অবস্থার অবনতি হলে তাকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকাল সাড়ে ৫টার দিকে সেখাসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: শিহাব উদ্দিন রিফা জানান, রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালিয়েছে। এতে হাসপাতালের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। হামলায় বেশ কয়েকজন স্টাফ আহত হয়েছে বলে জানান তিনি।
সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫