যশোর: যশোরে পুলিশ হেফাজত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলাসহ একাধিক মামলার দুই আসামি পালানোর ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শার্শা থানার উপ-সহকারি পরিদর্শক (এএসআই) সোমেন বিশ্বাস বাদী হয়ে এ মামলা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
আসামিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত নূর আলী সানার ছেলে শিবির ক্যাডার শহিদুল ইসলাম (৩২) এবং কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার দফাদারের ছেলে ও প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার আসামি সাবেক যুবদল নেতা আব্দুল মজিদ (৩৩)।
মামলার এজাহার মতে, বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার কাইবা-বাদামতলা এলাকা থেকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেফতার হয় আব্দুল মজিদ ও শহিদুল ইসলাম। পরবর্তীতে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে একটি থ্রি-হুইলার যোগে আসামিদের যশোর আদালতে আনা হচ্ছিল।
এ সময় যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজ এলাকায় পৌঁছালে আসামিরা প্রসাব করবে বলে অনুরোধ জানায়। পুলিশ আসামিদের অনুরোধে গাড়ি থামালে তারা দৌড় দেয়। এ সময় পুলিশ আট রাউন্ড গুলি ছোঁড়ে। তবে আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
এদিকে, এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোমেন এবং কনস্টেবল মাহমুদুর রহমান ও রথীন্দ্রনাথকে লাইনে ক্লোজ করা হয়েছে। যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি হাজির করতে না পারলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
** যশোরে পুলিশি হেফাজত আসামির পলায়ন, তিন পুলিশ ক্লোজড
বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি ২০১৫