গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় জমি নিয়ে বিরোধ নিরসনে আয়োজিত সালিশ বৈঠকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কচুয়া ইউনিয়নের পশ্চিম কচুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, মামুন মিয়া (৪৫), সাজেদুল ইসলাম (৪০), রিজু মিয়া (২৫), মাসুদ মিয়া (২৫), জিল্লুর রহমান (৪০), আব্দুর রউফ (৪০) ও নুরুজ্জামান মিয়া (৩৫)।
এদের মধ্যে মামুন ও সাজেদুলকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কচুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবু তাহের বাংলানিউজকে জানান, জমি নিয়ে ওই গ্রামের আব্দুর রউফের সঙ্গে প্রতিবেশী মামুনুর রশিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার বিকেলে এই বিরোধ মিমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে দু’পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের সাতজন আহত হন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫