লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের চন্দ্রগঞ্জ এলাকা থেকে ২ ট্রাক জাটকাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জাটকা ভর্তি ট্রাকসহ তাদের আটক করা হয়।
চন্দ্রগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রতন মিয়া বলেন, রামগতি ও কমলনগরের মেঘনা নদী থেকে ধরা জাটকাগুলো ব্যবসায়ীরা ঢাকা নিয়ে যাচ্ছিলেন। রাতে জাটকা ভর্তি ট্রাক দুটি চন্দ্রগঞ্জ এলাকায় পৌঁছুলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাটকাসহ ৫ জনকে আটক করা হয়।
দুই ট্রাকে প্রায় ২শ’ মণ জাটকা রয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫