ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ২ ট্রাক জাটকাসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ২ ট্রাক জাটকাসহ আটক ৫

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের চন্দ্রগঞ্জ এলাকা থেকে ২ ট্রাক জাটকাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জাটকা ভর্তি ট্রাকসহ তাদের আটক করা হয়।

তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রতন মিয়া বলেন, রামগতি ও কমলনগরের মেঘনা নদী থেকে ধরা জাটকাগুলো ব্যবসায়ীরা ঢাকা নিয়ে যাচ্ছিলেন। রাতে জাটকা ভর্তি ট্রাক দুটি চন্দ্রগঞ্জ এলাকায় পৌঁছ‍ুলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাটকাসহ ৫ জনকে আটক করা হয়।

দুই ট্রাকে প্রায় ২শ’ মণ জাটকা রয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।