যশোর: যশোরের শার্শা থানা পুলিশ হেফাজত থেকে ‘পালানো’ জামায়াত কর্মী শহিদুল ইসলাম (৩২) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অপর আসামি কলারোয়া পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল মজিদ।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
নিহত শহিদুল সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত নূর আলী সানার ছেলে ও জেলা জামায়াতের আমির সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল খালেকের ভাগিনা।
অপরদিকে, কলারোয়া পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল মজিদ
ওই উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার দফাদারের ছেলে।
পুলিশের দাবি, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার রামনগর পিকনিক কর্নার এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। এ সময় তিন পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন।
যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে যশোর-খুলনা মহাসড়কে রেজিস্ট্রেশন বিহীন একটি মাইক্রোবাস যেতে দেখে পুলিশ গাড়িটি থামালে মাইক্রোতে থাকা যুবকরা পুলিশের ওপর অতর্কিত বোমা হামলা করে ও গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও ২৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। একপর্যায়ে ১২-১৪ জন যুবক মাইক্রোবাস নিয়ে পালিয়ে গেলেও একজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আক্তার, শহীদ ও মনির নামে তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে শার্শা থানা পুলিশ হেফাজতে আদালতে আসার পথে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকা থেকে জামায়াত কর্মী শহিদুল ও কলারোয়া পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল মজিদ পালিয়েছিল বলে দাবি করে পুলিশ। এর মধ্যে জামায়াত কর্মী শহিদুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরাসহ বিভিন্ন থানায় একাধিক খুন-গুমসহ বিভিন্ন মামলা রয়েছে ও আব্দুল মজিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলাসহ একাধিক মামলার আসামি।
এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে শার্শা থানার একজন সহকারী উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয় এবং আসামি পলানোর ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে ।
পরবর্তীতে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের ঠাকুবাড়ি থেকে ‘পলাতক আব্দুল মজিদকে’ গুলিবিদ্ধ অবস্থায় ‘উদ্ধার’ করে পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিজান বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে নিহতের স্বজনরা দাবি করছে, মৃতদেহটি শহিদুলের।
** কলারোয়া পৌর ছাত্রদলের সভাপতি গুলিবিদ্ধ
** যশোরে পুলিশ হেফাজতে আসামি পালানোর ঘটনায় মামলা
** যশোরে পুলিশি হেফাজত আসামির পলায়ন, তিন পুলিশ ক্লোজড
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫