ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে বন্দুকযুদ্ধে উপজেলা শিবিরের সভাপতি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
চৌদ্দগ্রামে বন্দুকযুদ্ধে উপজেলা শিবিরের সভাপতি নিহত ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লালবাগ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে উপজেলা শিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী (৩০) নিহত হয়েছেন।  

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পরে সকাল ৮টায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে নিয়ে আসেন।

নিহত উপজেলা শিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী উপজেলার পৌর এলাকার চান্দিশকরা এলাকার বাসিন্দা।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বাংলানিউজকে জানান, ভোরে লালবাগ এলাকায় শিবির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় শাহাব উদ্দিন পাটোয়ারী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।  

কুমেকের নার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সূত্রধর বাংলানিউজকে জানান, নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।