কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লালবাগ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে উপজেলা শিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী (৩০) নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত উপজেলা শিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী উপজেলার পৌর এলাকার চান্দিশকরা এলাকার বাসিন্দা।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বাংলানিউজকে জানান, ভোরে লালবাগ এলাকায় শিবির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় শাহাব উদ্দিন পাটোয়ারী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কুমেকের নার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সূত্রধর বাংলানিউজকে জানান, নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫