ঢাকা: আশুলিয়ার মাহবুব এ্যাপারেল’র শ্রমিকদের ওপর শারীরিক নির্যাতন, অযৌক্তিকভাবে মজুরি কমানোর সমস্যা নিরসনে বিজিএমইএ’কে ৭২ ঘণ্টার আলিন্টমেটাম দিয়েছেন শ্রমিকরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) থেকে রোববারের মধ্যে সমস্যা সমাধান না হলে শ্রমিকরা বিজিএমইএ ভবন ঘেরা করবে বলে বাংলানিউজকে জানিয়েছেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা।
তপন সাহা বাংলানিউজকে বলেন, মজুরি সংক্রান্ত বিষয়সহ মোট ১১ দফা দাবির প্রেক্ষিতে মাহবুব এ্যাপারেলস এর শ্রমিকরা আন্দোলন শুরু করেছিলো ৯ ফেব্রুয়ারি। ১০ ফেব্রুয়ারি মালিকপক্ষের সঙ্গে বৈঠকের কথা বলে শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু এ সময় বৈঠক না করে সন্ত্রাসীদের দিয়ে তাদের ওপর চালানো হয় শারীরিক নির্যাতন।
তিনি বলেন, সে সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমিও আহত হয়েছি। এ বিষয় আমরা বিজিএমইএকে চিঠি দিয়েছি। বিজিএমইএ যদি তিন দিনের মধ্যে এই সমস্যার সমাধান না করে তাহলে আমরা সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিজিএমইএ ভবন ঘেরাও করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।
মাহবুব এ্যাপারেল এর শ্রমিকদের ডিসেম্বর মাসেও কাজের রেট ছিলো ৫৯ টাকা। কিন্তু জানুয়ারি মাসের বেতন দেওয়ার সময় শ্রমিকদের সঙ্গে কোনো আলোচানা ছাড়াই কমিয়ে ৪৪ টাকা করা হয়। ৮ ফেব্রুয়ারি বিষয়টিকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি হলে মালিকপক্ষ ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের আলোচনার আহ্বান জানান।
১০ ফেব্রুয়ারি শ্রমিকরা তাদের ১১ দফা দাবি নিয়ে কারখানায় গেলে কারখানা মালিক, শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয় বলে জানান কারখানার শ্রমিকরা। এ সময় ২৫ জন শ্রমিক আহত হন।
এ সংক্রান্ত চিঠি শ্রমিকরা বিজিএমইএকে ১২ ফেব্রুয়ারি পাঠায়। কিন্তু ১৩ ফেব্রুয়ারি বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজীম বাংলানিউজকে বলেন, আমি এই সংক্রান্ত কোনো চিঠির খবর জানি না। তাছাড়া মাহবুব এ্যাপারেলের এ ধরনের ঘটনার বিষয়েও আমি অবগত নই।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫