ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পায়রা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
পায়রা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে নিহত ১ ছবি: প্রতীকী

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে দুই শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন একজনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছ।



শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে পায়রা নদীর তেঁতুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বাংলানিউজকে একজনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনো ৫-৬জন নিখোঁজ রয়েছে, বাকী সবাই উদ্ধার হয়েছে।

ট্রলারটি কুয়াকাটা থেকে মাহফিলে যাত্রী নিয়ে বরগুনার বামনী উপজেলার চলাভাঙা এলাকার দিকে যাচ্ছিল বলে জানান তিনি।  

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার কে এম রাহাতুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে উদ্ধারকারী দল।

এরই মধ্যে স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চলছে বলে সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫/আপডেট ১৪০৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।