ঢাকা: সন্ত্রাস দমন ও সংলাপ সমান্তরালভাবে চালানোর আহ্বান জানিয়েছেন ‘নাগরিক সমাজ’র আহ্বায়ক ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা। তিনি বলেছেন, দেশের মধ্যে আগুন লেগে গেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’র পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক সিইসি এ আহ্বান জানান।
তিনি বলেন, একদিকে সন্ত্রাস বন্ধ করতে হবে, অপরদিকে সংলাপ এগিয়ে নিতে হবে। সবার মধ্যে আস্থার জায়গা সৃষ্টি করতে হবে। তা না হলে দেশের সমস্যা সমাধান করা যাবে না।
নাগরিক সমাজের প্রতিনিধি শামসুল হুদা বলেন, আলোচনা শুরু করতে হবে। এরপর আমরা নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখবো। আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তি নেই। আমরা নিজ গন্ডির মধ্যে কাজ করি, কেউ সরকারি চাকরি করেছি, কেউ আবার ব্যবসায়ী। আমরা নিজেরা কাজ করতে চাই না। এটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আসলে আমরা অবদান রাখতে পারবো। আমরা পেশাজীবীরা দেশের সহিংসতা বন্ধে কাজ করতে চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের সঙ্গে সরকার সংলাপ করবে কিনা এটা সরকারের বিষয়। কমিটির কাজ হচ্ছে দেশে কী হচ্ছে- কী হতে যাচ্ছে সেই বিষয়ে পর্যবেক্ষণে রাখা। আমরা আমাদের কথা সবার মধ্যে জানান দিলাম। আমরা টেকসই সমাধান চাই।
শামসুল হুদা বলেন, আমাদের বিভিন্ন অভিজ্ঞতা আছে, দেশের সংকট উত্তরণে সেটা কাজে লাগাতে চাই। আমরা রাজনৈতিক দলসহ ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠকে মিলিত হবো। দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।
আগে সংলাপ হবে না সহিংসতা বন্ধ হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে সহিংসতা বন্ধ হতে হবে এবং দেশের মধ্যে সংলাপের পরিবেশ সৃষ্টি করতে হবে। তবে সংলাপের আশ্বাসও দিতে হবে।
দেশের সমস্যা নিরসনে বিদেশি হস্তক্ষেপ প্রসঙ্গে শামসুল হুদা বলেন, আমাদের সমস্যা আমাদেরেই সমাধান করতে হবে। বিদেশিদের হস্তক্ষেপ ভালো দেখায় না।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতির শেষ কথা বলতে কিছুই নেই। এই নিয়ে নানা দিকে নানান কথা হয়।
এর আগে লিখিত বক্তব্যে শামসুল হুদা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে আমরা একটি গোলটেবিল বৈঠকে মিলিত হয়ে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছি। দেশে আজ এক অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থা থেকে শান্তিপূর্ণ উপায়ে সংকট উত্তরণের মাধ্যমে জনগণ স্বাভাবিক অবস্থায় ফিরতে অাগ্রহী।
তিনি বলেন, জনগণ চায় শান্তিপূর্ণ পরিবেশ- যেন অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যমাত্রার দিকে দেশ এগোতে পারে এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা যথাযথভাবে প্রস্তুত ও বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। শান্তিপূর্ণ উপায়ে বিরাজমান সমস্যার দ্রুত সমাধান করতে হবে। যেন নারী-শিশু, মাতা-পিতাসহ সকল নির্দোষ মানুষ অস্বাভাবিক মৃত্যু ও জ্বালানো-পোড়ানোর হাত থেকে রক্ষা পেতে পারে। এবং শিক্ষার্থীদের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ ও ব্যবস্থা সুষ্ঠ ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।
তিনি বলেন, দেশের আমদানি রফতানি, শিল্প-ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম চালিকাশক্তি স্বাভাবিক পরিবহন ব্যবস্থা অপরিহার্য, এ খাতে দ্রুত সময়ের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
সিইসি আরও বলেন, চলমান রাজনৈতিক সহিংসতা আমাদের জাতীয় অর্থনীতি ও জনজীবনকে বিপযর্য়ের মুখে ঠেলে দিয়েছে। যার মূল কারণ হচ্ছে- সরকার ও তাদের প্রতিপক্ষের মধ্যে রাজনৈতিক বিরোধ। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক বিরোধ বা সংকট নিরসনের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রীতি হচ্ছে সংলাপ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পেশাজীবীদের সংগঠন ‘নাগরিক সমাজ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এর আহ্বায়ক হিসেবে রয়েছেন শামসুল হুদা। সদস্য হিসেবে থাকছেন-তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান, শিক্ষাবিদ ড. জামিলুর রেজা চৌধুরী, সিএম শফী সামী, রাশেদা কে চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি রোকেয়া আফজাল রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রধান এম হাফিজউদ্দিন খান, বেসরকারি সংস্থা পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান মনসুর, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এসএম শাহজাহান, বিজিএমইএ’র সাবেক প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার ও আইনজীবী শাহদীন মালিক।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
** আবারও সংলাপের আহ্বান নাগরিক সমাজের