ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে কুপিয়ে ও পিটিয়ে জেলেকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
শ্রীনগরে কুপিয়ে ও পিটিয়ে জেলেকে হত্যা

মুন্সীগঞ্জ: পদ্মা নদীতে মাছ ধরা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শ্রীনগরে শাহজাহান সারেং (৫৫) নামে এক জেলেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ভাগ্যকুল এলাকাস্থ পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।



খবর পেয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত জেলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় গোপাল রাজবংশী নামে এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) খায়রুজ্জামান জানান,  শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকা সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরা নিয়ে জেলে গোপাল রাজবংশী ও শাহজাহান সারেংয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে প্রতিপক্ষ গোপাল রাজবংশীর নেতৃত্বে একদল জেলে শাহজাহান সারেংকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

তিনি জানান, বেলা ১২টার  দিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত গোপাল রাজবংশীকে প্রধান আসামি করে প্রতিপক্ষের ৭ জেলের নামে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।