ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে আটরশিগামী বাস খাদে, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
গৌরনদীতে আটরশিগামী বাস খাদে, আহত ১৫ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় একটি বাস খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে তারাকুপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



আহতদের গৌরনদী উপজেলা হাসপাতাল ও গুরুতর আহতদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে বাংলানিউজকে জানায় হাইওয়ে পুলিশ।

গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান চৌধুরী জানান, সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল শহরের পলাশপুর এলাকা থেকে ৬০ জন যাত্রী নিয়ে বিএমএফ পরিবহনসহ অন্যান্য বাস ফরিদপুরের সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের বার্ষিক ওরশে যাচ্ছিল।

পরে দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর তারাকুপি এলাকায় এলে আরেকটি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা ল‍াগে। এতে  বাসটি দুমড়ে-মুচড়ে যায়। বাসে থাকা ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন।

আহত ১৫ জনের মধ্যে মোসলেম উদ্দিন, আনোয়ার হোসেন বয়াতি, আফতাব মিস্ত্রি, মহব্বত আলী, মন্টু খলিফা, রাহিমা বেগম, জুলেকা ইয়াসমিনসহ ১৩জনকে বরিশাল ও গৌরনদীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।