লালমনিরহাট: বাল্যবিয়ের আসর থেকে কনের বাবাসহ বরকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জহুরুল ইসলাম এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- বর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা মদনপুর গ্রামের বনমালী রায়ের ছেলে প্রশান্ত রায় (২২) ও কনের বাবা একই জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দেওডোবা গ্রামের রমেশ চন্দ্রের ছেলে অবিনাশ চন্দ্র (৪৩)।
আদিতমারী থানার সহকারী উপপরিদর্শক (এসআই) শাহীন আক্তার বাংলানিউজকে জানান, দেওডোবা গ্রামের অবিনাশ চন্দ্রের মেয়ে ও দশম শ্রেণির ছাত্রী সুমি রায়ের (১৪) সঙ্গে বিয়ে ঠিক হয় প্রশান্ত রায়ের।
বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে পুলিশ নিয়ে অভিযানে যান আদিতমারী ইউএনও জহুরুল ইসলাম।
পুলিশ দেখে সবাই সটকে পড়লেও বর প্রশান্ত ও কনের বাবা অবিনাশকে আটক করে পুলিশ। পরে যৌতুকের এক লাখ টাকার মধ্যে অগ্রিম গ্রহণ করা ৮০ হাজার টাকাও বরপক্ষের কাছ থেকে উদ্ধার করে কনে পক্ষের কাছে তুলে দেন ইউএনও।
পরে আটকদের শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫