ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ভাষার ৫ সৈনিককে সম্মাননা প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
মাগুরায় ভাষার ৫ সৈনিককে সম্মাননা প্রদান বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় ৫ জন ভাষা সৈনিককে সম্মাননা দিয়েছে জেলা কবি-সাহিত্যিক ঐক্যজোট পরিষদ।

শুক্রবার সকালে স্থানীয় সৈয়দ আতর আলী গণগ্রস্থাগার চত্বরে মহান ভাষা শহীদদের স্মরণে আয়োজিত কবিতা পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।



অনুষ্ঠানে জেলা কবি-সাহিত্যিক ঐক্যজোট পরিষদের সভাপতি কবি বিবেকানন্দ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক আমিনুল ইসলাম চান্দু মিয়া, খান জিয়াউল হক, অধ্যক্ষ হাবিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার নাজমুল হাসান লোভন।

সেখানে বক্তব্য রাখেন- কবি বিএমএ হালিম, মিয়া ওয়াহিদ কামাল বাবলু, পরেশ কান্তি বিশ্বাস অনিল দে মনি, সাইফুল ইসলাম হিরোক, শিকদার ওয়ালিউজ্জামান রিংকু প্রমুখ।

অনুষ্ঠানে ভাষা সৈনিক এ কে হামিদুজ্জামান এহিয়া, আব্দুল জলিল খান, মির্জা সৈকত হোসেনকে মরনোত্তর এবং ভাষা সৈনিক খান জিয়াউল হক, আমিনুল ইসলাম মিয়াকে এ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫                   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।