বরগুনা: বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে ২ জনের লাশ উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ডের সদস্যরা।
শুক্রবার(১৩ ফেব্রুয়ারি)বিকেল সাড়ে ৩টার দিকে পায়রা নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়।
এর আগে দুপুর ১টার দিকে নদীর তেঁতুলবাড়ি এলাকায় ট্রলার ডুবির পরই একজনের লাশ উদ্ধার করা হয়। তবে, লাশ দুটি’র পরিচয় এখনও জানা যায়নি।
দুটি লাশ উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার কে এম রাহাতুজ্জামান।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুলি আক্তার বাংলানিউজকে জানান, এখনো ৫-৬জন নিখোঁজ রয়েছে, বাকি সবাই সাঁতরে উপরে উঠেছে।
তিনি জানান, ট্রলারটি কুয়াকাটা থেকে মাহফিলে যাত্রী নিয়ে বরগুনার বামনী উপজেলার চলাভাঙা এলাকার দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ ট্রলারটি ডুবে যায়। এরপর থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
** পায়রা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে নিহত ১