ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ লাখ ভারতীয় রুপিসহ পাকিস্তানি এক নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আটক ব্যক্তির নাম আইয়ুব আলী (৪২)।
কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তুরস্ক থেকে আসা ফ্লাইট টিকে-৭১২ সকাল ৬টার দিকে শাহজালালে অবতরণ করে। এরপর যাত্রী আইয়ুব আলী তার লাগেজ নিয়ে গ্রিন চ্যানেলে এলে লাগেজ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ৬০ লাখ ১ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়।
তিনি আরও জানান, অধিকাংশ সময়ই রুপিগুলি জাল হয়। তবে এটি পরীক্ষা না করে জাল কি-না তা বলা ঠিক হবে না। এ ঘটনায় আইয়ুব আলীকে আটক করা হয়েছে।
বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫