চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় মাসুদ (১০) নামে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার গল্লাই ইউনিয়নের জরুন্ডা গ্রামের একটি মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মাসুদ একই ইউনিয়নের কংগাই গ্রামের মিজান মিয়ার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রাতে জরুন্ডা মসজিদ সংলগ্ন এলাকায় মাহফিলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আসে মাসুদ। মাহফিল শেষে গভীর রাত অবধি মাসুদ বাড়ি না ফেরায় তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
সকাল হলেও মাসুদ বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় এক কৃষক মাহফিল অনুষ্ঠিত স্থান থেকে প্রায় ৬/৭শ গজ দূরে মাঠের একটি কুমড়া ক্ষেতে একটি শিশুর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা মৃতদেহটি মাসুদের বলে সনাক্ত করেন।
চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও গলায় লুঙ্গি পেঁচানো ছিল।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোলাম মহিউদ্দিন বাংলানিউজকে জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫