ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কেশবপুরে ফেনসিডিলসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
কেশবপুরে ফেনসিডিলসহ আটক ৬ ছবি: প্রতীকী

যশোর: যশোরের কেশবপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ ৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার সাগরদাঁড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- যশোরের শার্শা উপজেলার জিরনগাছা গ্রামের আরশাদ আলী ফরিরের ছেলে শাহাদাত ফকির(৩৫), একই গ্রামের আসলাম মোড়লের মেয়ে রুবিনা খাতুন(২৪), ইসমাইল হোসেনের স্ত্রী রীনা আক্তার(২০), ইউসুফ আলীর মেয়ে রাবেয়া খাতুন(৩৭), রফিকুল ইসলামের স্ত্রী তসলিমা বেগম (৩২) ও হান্নান আলীর স্ত্রী বেকি বেগম (৩৭)।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঁগরদাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শুক্রবার বিকেলেই যশোর আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫                       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।