সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে দুইটি হরিণের চামড়া উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নলতা এলাকা থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়।
তবে, এ সময় চামড়া পাচারের সঙ্গে জড়িত চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নলতায় হরিণের চামড়া বিক্রি হচ্ছে- গোপন এ সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
কিন্তু চোরাকারবারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে চামড়া ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে দুটি চামড়া উদ্ধার করা হয়।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তালা উপজেলার কুমিরা থেকে একটি বাঘের চামড়াসহ এক ব্যক্তি এবং ২০১৪ সালের ১৫ অক্টোবর সাতক্ষীরা শহরের ইটাগাছা থেকে দুটি বাঘের চামড়াসহ চার ব্যক্তিকে আটক করে র্যাব।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫