ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও দু’টি বগি লাইনচ্যুত হয়েছে।
এতে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী থেকে ঢাকাগামী (আপ লাইন) সব ধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২/৩শ গজ দূরে পুনিয়াউট রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টপেজ দিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে। এর কিছুক্ষণ পর, স্টেশন এলাকার ২/৩শ গজ দূরে টেনের ইঞ্জিন ও এর সংলগ্ন দু’টি বগির কয়েকটি চাকা লাইনচ্যুত হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ দুর্ঘটনার পর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের অদূরে আটকে রয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনায় বগিগুলো সামান্য হেলে রয়েছে। তবে, এতে কেউ হতাহত হয়নি।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। এছাড়া, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানান স্টেশন মাস্টার।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫