ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ঢাকা: ঢাকা সফরে আসছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব ড. এস জয়শঙ্কর। শিগগিরই তাকে সার্ক সফরে পাঠানো হবে বলে শুক্রবার (১২ ফ্রেব্রুয়ারি) টুইটারে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



আর এরই অংশ হিসাবে বাংলাদেশও সফর করবেন উদীয়মান পরাশক্তি ভারতের এই পররাষ্ট্র সচিব।  

টুইট বার্তায় মোদী লেখেন,‘যথা শিগগির দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সম্পর্ক জোরদার করতে আমাদের নতুন পররাষ্ট্র সচিবকে সার্ক সফরে পাঠানো হবে। ’

এর আগে দায়িত্ব নেওয়ার সময় পররাষ্ট্র সচিব বলেছিলেন, সরকার যে বিষয়গুলোতে অগ্রাধিকার দেবে সেগুলোই আগে করা হবে।

এদিকে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য, কর্মকর্তা ও কলাকুশলীদের শুভকামনা জানিয়েছেন মোদী।

এ নিয়ে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনও করেন তিনি।

এছাড়া এক টুইটবার্তায় আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া সার্কের দেশগুলোর প্রতি শুভেচ্ছা জানান মোদী।   ‍

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।