নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে ঊষা রানী সূত্রধর (৫৩) নামে নিখোঁজ এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের চন্দেরহাট বাজারের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ঊষা জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের উত্তর ফলাহারি গ্রামের মিস্ত্রি বাড়ির জগদীশ সূত্রধরের স্ত্রী। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবারের সদস্যরা ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পশুরামপুর গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে পরিবারের লোকজনের সঙ্গে পূজা শেষ করে বাড়ির উদ্দেশে রওনা হন উষা রানী। পরিবারের লোকজন বাড়ি ফিরলেও তিনি ফিরে আসেননি।
রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন। শুক্রবার সকালে তাদের এক আত্মীয় ও স্থানীয় লোকজন জেলার সেনবাগ উপজেলার চন্দেরহাট বাজারে পাশের একটি ডোবার মধ্যে উষা রানীর মৃতদেহ পড়ে থাকে দেখে থানায় খবর দেয়। পরে, পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫