ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আটক ১৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
গাজীপুরে আটক ১৮

গাজীপুর: গত ২৪ঘণ্টায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে ১৮জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ( ১৩ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



জেলা পুলিশের (বিশেষ শাখা) পরিদর্শক সিরাজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ১৮জন আটক করা হয়েছে।

এদিকে টঙ্গীর চেরাগআলী এলাকায় এক ব্যক্তিকে পিটুনী দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, চেরাগআলী মার্কেট এলাকায় বাসে ককটেল নিক্ষেপের চেষ্টাকালে ওই ব্যক্তিকে স্থানীয়রা আটক করে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।