ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ট্রলার ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
ট্রলার ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৭ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দা‍বি এখনো তিনজন নিখোঁজ রয়েছে।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় আরো দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়।

এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়ালো।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে ট্রলারটি উদ্ধার করে তীরে আনা হয়। এ সময় ট্রলারের ভেতর থেকে দু’টি ও নদী থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়।

ট্রলার ডুবির ঘটনায় এ নিয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত সাতজনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী টিম।

সাতটি মৃতদেহের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মো. জয়নাল মিয়া (৬৫), নাঈম (৯), ইউসুফ মাঝি (৫০), মফিজ উদ্দিন (৫২) ও আমির আলী (৬০)। নিহতদের সবার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর ও লতাচাপলী গ্রামে।

বরগুনার পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাত সাড়ে নয়টা পর্যন্ত সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক মীর জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এখনও উদ্ধার কাজ চলছে।

তিনি আরও জানান, ইতিমধ্যে নিহতদের পরিবারের মাঝে পাঁচ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

দুপুর ১টার দিকে কুয়াকাটা থেকে অন্তত দুইশত যাত্রী নিয়ে বরগুনার বামনী উপজেলার চলাভাঙা এলাকায় মাহফিলে দিকে যাচ্ছিল ট্রলারটি। এ সময় নদীর তেঁতুলবাড়ি এলাকায় হঠাৎ ট্রলারটি ডুবে যায়। এতে বেশ কয়েকজন নিখোঁজ হন। বাকিরা সাঁতরে তীরে ওঠেন।


** ট্রলার ডুবিতে লাশের সংখ্যা বেড়ে ২


বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫/ আপডেট: ২২৩৬ ঘণ্টা/আপডেট: ০২৫৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।