ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় অজ্ঞাত পরিচয় চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ট্রেনে কাটা পড়ে দুই জন ও সড়ক দুর্ঘটনায় দুই জন মারা যান।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে এফডিসির দক্ষিণ পাশে রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক পুরুষের (৩৫) মৃত্যু হয়েছে।
এদিকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কারওয়ান বাজারের রেললাইনে ট্রেনের ধাক্কায় আহত হন অজ্ঞাত পরিচয় আরও এক পুরুষ (৪০)। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
এছাড়া রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে কাফরুল খানার উড়োজাহাজ ক্রসিং এলাকার নতুন রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হন অজ্ঞাত পরিচয় এক পুরুষ (৪০)। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে পশ্চিম থানার সাত নম্বর সেক্টরের কসমস ফিলিং স্টেশন সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত পরিচয় এক পুরুষ (৪৫)
শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য চার জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫