সাভার (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে চলন্ত বাসে যাত্রীবেশে ডাকাতির ঘটনা ঘটেছে।
এ সময় যাত্রীদের ভয়-ভীতি দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকার ব্যাংক টাউন থেকে বলিয়ারপুর পর্যন্ত সড়কে এ ঘটনা ঘটে।
বাসটি সাভার থেকে রাজধানীর নতুনবাজারে আসছিল।
বাসের যাত্রী ও ডাকাতির শিকার প্রাইম ব্যাংক কর্মকর্তা মেজবাহ উদ্দীন মাসুদ বাংলানিউজকে জানান, বৈশাখী পরিবহনের ঢাকাগামী বাসটি সাভারের বিভিন্ন স্টপেজে না থামিয়ে সরাসরি ঢাকার দিকে দ্রুত গতিতে চলতে থাকে। না থামানোর কারণ এবং যাত্রীরা সেখানে নামতে চাইলে তাদের মারধর শুরু করে ডাকাত দলের সদস্যরা।
কয়েকজন ব্যক্তি আকস্মিকভাবে সাভারের ব্যাংক টাউন থেকে যাত্রীদের ভয়-ভীতি দেখিয়ে এবং মারধর করে তারা।
এরপর যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুট করে বলিয়ারপুর এলাকায় নেমে যায় ডাকাত দলের সদস্যরা। এ সময় তাদের মারধরে কমপক্ষে ১০ যাত্রী আহত হন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বাংলানিউজকে জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম কাজল জানান, যাত্রীদের মুঠোফোনের সূত্র ধরে ডাকাত দল এবং ওই বাসটি সনাক্ত করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭৫১ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫