ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
সাতক্ষীরায় বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি আহত

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে শেখ জাকির হোসেন (৩০) নামে এক বাংলাদেশি গরু রাখাল আহত হয়েছেন।

শুক্রবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাঁড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

জাকির উপজেলার লাবসা গ্রামের শেখ নাসির হোসেনের ছেলে।

আহতের খালা রুবিয়া খাতুন জানান, জাকির বৃহস্পতিবার ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফিরে আসার পথে লক্ষীদাঁড়ি সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নির্মমভাবে নির্যাতন করে।

তারা বুট ও আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে জাকির হোসেনের ওপর অমানুষিক নির্যাতন চালায়। এতে তার শরীর থেতলে যায় ও ডান হাত-পা ভেঙে যায়। বিএসএফ সদস্যরা তাকে লক্ষীদাঁড়ি সীমান্তে ফেলে রেখে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ হাসান।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভোমরা বিওপি কমান্ডার সিরাজুল গণির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না, খোঁজ খবর নিয়ে দেখছেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫                       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।