গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস উল্টে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।
শুক্রবার বিকেল ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমিনুল ইসলাম রংপুরের গঙ্গাচড়া এলাকার আবেদ আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, বিকেলে পিংকি পরিবহনের একটি বাস কুড়িগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। পথে কালিতলা এলাকায় একটি গরু দৌঁড়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে আমিনুল ইসলামসহ বাসে অন্তত ১০ যাত্রী আহত হন।
এদিকে, আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত আমিনুলকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫