মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন এ আদেশ দেন।
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী খাঁসমহল গ্রাম থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা তাকে আটক করে।
দণ্ডপ্রাপ্ত সাইফুল খাঁসমহল গ্রামের কামাল খাঁর ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন বাংলানিউজকে জানান, গাঁজা রাখার অভিযোগ স্বীকার করায় সাইফুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫