খুলনা: যুদ্ধপরাধীদের বিচার তরান্বিত ও চলমান সহিংসতার প্রতিবাদে খুলনায় গণঅবস্থান কর্মসূচি পালন করেছে খুলনা গণজাগরণ মঞ্চ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর শিববাড়ি মোড়ে খুলনা তারা এ কর্মসূচি পালন করে।
খুরনা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক মো. আব্দুল হানিফ অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন।
এসময় খুলনা মঞ্চের সাবেক আহ্বায়ক ডা. সোহানা সেলিম লাজসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট), খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা কর্মীরা।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে টানা হরতাল-অবরোধ দিয়ে পেট্রোল বোমা হামলা করে নিরীহ মানুষকে পুড়িয়ে মারছে। প্রকৃত অর্থে তারা সন্ত্রাসী সংগঠন। সেকারণেই তারা মানুষের কল্যাণে রাজনীতি না করে নিজেদের কল্যাণে রাজনীতি করছে।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫