রাজশাহী: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শুক্রবার (13 ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি আশরাফুল ইসলাম (১৭) নামের এক পরীক্ষর্থীর। সে চারঘাটের বালাদিয়ার গ্রামের আনিসুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের পাঁচ জন পরীক্ষার্থী প্রায় ১২ কিলোমিটার দূরে বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ভটভটিতে করে যাচ্ছিলো এসএসসি পরীক্ষায় অংশ নিতে। পথে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পৌঁছালে নাটোরগামী একটি বাস তাদের ভটভটিকে ধাক্কা দেয়। এতে পাঁচ পরীক্ষার্থীসহ সাত জন আহত হন।
এদের মধ্যে আহত অন্য ছয়জনকে পুঠিয়া স্বাস্থ্য কেন্দ্রেই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত আশরাফুল ইসলামকে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় তার একটি হাত ভেঙ্গে গেছে।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫