জামালপুর: জামালপুরে ট্রাক ও অটোরিকশার মুখামুখি সংর্ঘষে এরফান আলী (২৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর-ঢাকা মহাসড়কে বেলাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এরফান জামালপুর সদরের চর যর্থাথপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ঢাকাগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখামুখি সংর্ঘষ হয়। এতে ঘটনস্থলেই অটোরিকশার যাত্রী এরফান আলীর মৃত্যু হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫