ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ১১টি পেট্রোল বোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
ভোলায় ১১টি পেট্রোল বোমা উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলা শহরের পাঁচতহবিল সড়ক এলাকা থেকে ১১টি পেট্রোলবোমা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।

তবে, কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভোলার সহকারী পুলিশ সুপার রামানন্দ সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম শহরের পাঁচ তহবিল সড়কে অভিযান চালায়।

এ সময় একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি তাজা পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

হরতাল অবরোধে নাশকতা সৃষ্টির লক্ষে বিএনপি-জামায়াত কর্মীরা এসব পেট্রোলবোমা এনেছে বলে ধারণা করা হচ্ছে। বোমার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।