রাজশাহী: পেট্রোল বোমা হামলার পর রাজশাহীর চারঘাট উপজেলার সারদা টেলিফোন এক্সচেঞ্জের দেড় শতাধিক টেলিফোন সংযোগ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত সচল হয়নি। অপরদিকে এ ঘটনায় এক্সচেঞ্জটির মূল্যবান জিনিসপত্র পুড়ে গেলেও ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।
সারদা টেলিফোন এক্সচেঞ্জের উপপ্রকৌশলী আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার ভোর ৪টার দিকে টেলিফোন এক্সচেঞ্জকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মেরে পালিয়ে যায়। এতে টেলিফোন এক্সচেঞ্জের প্রধান বিতরণ কেন্দ্রে আগুন ধরে যায়। পরে সেখানে দায়িত্বরত কেয়ারটেকার গাফ্ফার আলী চিৎকার দিলে স্থানীয় এলাকাবাসী ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি জানান, আগুনে গুরুত্বপূর্ণ জিসিপত্র পুড়ে যায়। এতে করে রাজশাহী ক্যাডেট কলেজ, সারদা পুলিশ একাডেমীসহ দেড়শতাধিক টেলিফোন সংযোগ বন্ধ হয়ে যায়। পরে শুক্রবার সকালে রাজশাহী বিভাগীয় প্রকৌশলী আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং টেলিফোন সংযোগ পুনরায় চালু করতে বিভিন্ন নির্দেশনা দেন। এছাড়া সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্ত্তুজা জানান, শুক্রবার ভোর রাতে নাশকতা চালাতে জামায়াত-শিবিরের কর্মীরাই টেলিফোন এক্সচেঞ্জটিকে পেট্রোল বোমা হামলা চালিয়েছে। এতে সারদা টেলিফোন এক্সচেঞ্জের মূল্যবান জিনিসপত্র পুড়ে ক্ষয়-ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে শুক্রবার দুপুরে সারদা টেলিফোন এক্সচেঞ্জের উপপ্রকৌশলী আশরাফুল ইসলাম বাদী হয়ে থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের ধরতে উপজেলায় অভিযান চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫