সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকাকে কেন্দ্র করে চারদিকের মহাসড়কের প্রায় ৩২ কিলোমিটার জুড়ে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের অবরোধের ৩৯তম দিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে এ অবস্থা সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ এলাকায় যানজটের সৃষ্টি হয়। এর প্রভাবে, হাটিকুমরুল-পাবনা, হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু ও হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক পর্যন্ত সর্বমোট প্রায় ৩২ কিলোমিটার সড়কে যানবাহনের তীব্র চাপ ছড়িয়ে পরে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ইমাদুল হক বাংলানিউজকে জানান, অবরোধের মধ্যে ঈদের আমেজ নিয়ে যানবাহন চলাচল করায় যানবাহনের এ চাপ সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ ও র্যাব সদস্যরা যানবাহনের চাপ কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫