ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
বদরগঞ্জে অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই ফাইল ফটো

রংপুর: রংপুরের বদরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।  

শুক্রবার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর মণ্ডলপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



এতে নগদ এক লাখ ৫০ হাজার টাকা, ধান চাল, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আক্তার হোসেন বাংলানিউজকে জানান, মোস্তফাপুর মণ্ডলপাড়া গ্রামের আজহার আলীর বাড়ির রান্নার ঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশেপাশের বাড়িতে ছড়িয়ে শাহিদুল হক, শাহিনুর ইসলাম, শাহ আলম, মোস্তফা কামাল ও সাজ্জাদ হোসেনের ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)খন্দকার ইসতিয়াক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী টুটুল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।