কিশোরগঞ্জ: হরতাল ও অবরোধের কারণে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এলেন বর কেএম তানভীর সিদ্দিকী সজীব।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পাকুন্দিয়ায় অবতরণ করে হেলিকপ্টারটি।
এ দিন পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনুর বড় মেয়ে মোছা. রুমা আক্তারের সঙ্গে নেত্রকোনার উত্তরসাতপাই এলাকার এমএ হালিম খাঁনের ছেলে কেএম তানভীর সিদ্দিকী সজীবের বিয়ের আয়োজন করা হয়।
পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু বাংলানিউজকে জানান, দেশে বিরাজমান হরতাল ও অবরোধ কারণে নিরাপত্তার কথা ভেবে বরকে হেলিকপ্টার নিয়ে আসতে হয়েছে। বিয়ের অনুষ্ঠান শেষে কনে ও বরকে আবার হেলিকপ্টার দিয়ে বরের বাড়িতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, দলীয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় আমার মেয়ের বিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি।
এ বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউএনও, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, বিএনপির রাজনৈতিক নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ বিয়ে উপলক্ষে প্রায় ১৫/২০ হাজার মানুষকে আপ্যায়ন করা হয়।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫