নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে নির্মাণাধীণ একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. জহিরুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের মাওতলা গ্রামের আনোয়ার মঞ্জিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়নে আমিরতী গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম আবদুর রহমান।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, উপজেলার জয়াগ ইউনিয়নের মাওতলা গ্রামের আনোয়ারের বাড়িতে কয়েক দিন ধরে একটি নতুন ভবনের নির্মাণের কাজ করছিল জহিরুলসহ ১০/১২ রাজমিস্ত্রি। শনিবার সন্ধ্যায় ওই ভবনের দেওয়ালের ভেতর দিয়ে যাওয়া বিদ্যুতের তারগুলোর ওপর সিমেন্টের ঢালাইয়ের কাজ করছিল তারা। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে জহিরুলসহ ৪ শ্রমিক গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম ও জয়াগ ইউনিয়নের মাওতলা গ্রামের ইউপি সদস্য বাংলানিউজকে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫