ঢাকা: গৃহকর্মী হিসেবে বাংলাদেশের নারীদের সৌদি আরবে পাঠানোর ক্ষেত্রে প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার করলে তাদের প্রতি অপরাধ প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সৌদি আরব দূতাবাসে সুপারভাইজার নিয়োগের ব্যবস্থা থাকা দরকার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিবিসি বাংলাদেশ সংলাপে উপস্থিত বক্তারা এসব মন্তব্য করেন।
বাংলাদেশি নারীদের সৌদি আরব পাঠানোর ক্ষেত্রে সরকারের কী পদক্ষেপ নেওয়া দরকার এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু বলেন, মাঝে মাঝে শোনা যায় সেখানকার মানুষ গৃহকর্মীদের ওপর অত্যাচার করেন। সেক্ষেত্রে তারা মোবাইল ব্যবহার করলে তাদের কাছ থেকে সব ধরনের তথ্য পাওয়া সম্ভব। এতে করে পরবর্তী পদক্ষেপও নেওয়া যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসমীন সিদ্দিকী বলেন, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বেশ কয়েকটি দেশ সৌদি আরবে নারী গৃহকর্মী দেওয়া বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে আমাদের দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করে সেখানে গৃহকর্মী পাঠানো উচিত। অবশ্যই প্রত্যেকের কাছে একটি করে মোবাইল ফোন রাখার নিশ্চয়তার ব্যবস্থা করা প্রয়োজনীয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গোলাম কাদের বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব দূতাবাসে সুপারভাইজার নিয়োগ করা দরকার। যাতে করে গৃহকর্মীদের খবরা-খবর সম্পর্কে সব সময় তারা সরকারকে পূর্ণ অবগত করতে পারে।
তবে সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠানোর ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুহাম্মাদ শাহজাহান বলেন, সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠানোর মতো খারাপ অবস্থা এখনও বাংলাদেশের হয়নি। পারলে দেশের মাটিতেই মেয়েদের পর্যাপ্ত কাজের সুযোগ করে দিতে হবে সরকারকে।
সংলাপে উপস্থিত এক দর্শক বলেন, সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় সৌদি আরবে নারীদের পাঠানো হচ্ছে। তাদের নিরাপত্তার জন্য নুন্যতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নারীদের পাঠানো উচিত।
** মতপার্থক্য তবে সংলাপেই সমাধান
** সহিংসতার খবর মিডিয়ায় প্রচার বন্ধ করে দেওয়া উচিৎ
বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫