ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ডিএসসিসি শ্রমিক নির্বাচন

আক্তার সভাপতি, শাহ আলম সাধারণ সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
আক্তার সভাপতি, শাহ আলম সাধারণ সম্পাদক

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিবহন চালক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচনে মো. আক্তার হোসেন দেওয়ান সভাপতি ও মো. শাহ আলম শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সায়দাবাদ বাস টার্মিনালের পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ডিএসসিসি’র পরিবহন শ্রমিক-কর্মচারি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।



ইউনিয়নের সভাপতি পদে ট্রাক প্রতীক নিয়ে একতা পরিষদের মো. আক্তার হোসেন দেওয়ান পেয়েছেন ২শ’ ৭৪টি এবং পায়রা প্রতীক নিয়ে ঐক্য পরিষদের মো. আবুল কালাম পাটোয়ারী পেয়েছেন ২শ’ ২০ ভোট। দুটি পরিষদের মধ্যে ৫৪ ভোটের ব্যবধানে রয়েছে।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে একতা পরিষদের মো. শাহ আলম শাহীন ২শ’ ৭৫ ভোট পেয়েছেন এবং ঐক্য পরিষদের এস কে ময়েজ উদ্দিন পেয়েছেন ২শ’ ১২ ভোট।
   
সাংগঠনিক সম্পাদক পদে একতা পরিষদের মো. সালাউদ্দিন পেয়েছেন ২শ’ ৭০ ভোট মো. মহিউদ্দিন পেয়েছেন ২শ’ ১৩ ভোট।
 
জানা যায়, শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনে মোট ৫১৭ জন ভোটারের মধ্যে ৪শ’ ৯৭টি ভোট পড়েছে। করপোরেশনের পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও  সংস্থার সহকারী পরিবহন তত্ত্বাবধায়ক মো. ফারুক আহমেদ বাংলানিউজকে  বলেন, শ্রমিকদের নির্বাচনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোট কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।   তবে নির্বাচনী ভোট কেন্দ্রের পর্যাপ্ত নিরাপত্তাকর্মী উপস্থিত ছিল।

ডিএসসিসি’র পরিহন ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বাংলানিউজকে বলেন, নির্বাচন স্বচ্ছ হয়েছে। বাংলাদেশের আর কোনো নির্বাচন এমন স্বচ্ছ হয়েছে কিনা আমার জানা নেই। শান্তিপূর্ণ এই নির্বাচনে দুটি প্যানেলের মধ্যেই হাড্ডাহাড্ডি ভোট লড়াই হয়েছে।  

ডিএসসিসি’র নবনিযুক্ত পরিবহন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচিত ২৫ সদস্য বিশিষ্ট একতা পরিষদে আছেন- চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, প্রধান উপদেষ্টা মো. আক্তার হোসেন, কার্যকরী সভাপতি মো. ফখরুল হাসান, সহ-সভাপতি মো. মাসুদ আহম্মেদ, সাধারণ সম্পাদক শাহ আলম শাহিন, সহ-সভাপতি মো. জুলফিকার আলী, মো. আব্দুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মো. জালাল হোসেন, কোষাধ্যক্ষ সহিদ উল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মো. সারাহ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক মো. হারুন হাওলাদার, দফতর সম্পাদক আব্দুল বারেক, সহ-দপ্তর সম্পাদক মো. রফিক, ক্রীড়া সম্পাদক মো. মিন্টু মিয়া, সমাজ-কল্যাণ সম্পাদক মো. আয়নাল, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো সেলিম, কার্যনির্বাহী সদস্য মো. মোক্তার হোসেন, মনির হোসেন ভূঁইয়া, আব্দুস বাছেদ, বকুল ইসলাম, কিতাব আলী।

নির্বাচন পরিদর্শনে ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন- ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিট্রেট কবীর মাহমুদ, বাস টার্মিনাল ব্যবস্থাপক মারুফ হাসান, সায়দাবাদ বাস টার্মিনালের সহকারি ব্যবস্থাপক গোলাম মোরশেদ এবং উচ্চমান পরিবহনের সহকারি মো. সমির উদ্দিন, মো. মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।