খুলনা: ‘সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার বিপদাপন্ন জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সক্ষমতা বৃদ্ধির সম্মিলিত প্রচেষ্টা’ প্রকল্পের ফলাফল উপস্থাপন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভ্যান্স স্টাডিজের (বিসিএএস) আয়োজনে সংস্থাটির খুলনার স্থানীয় কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরো মায়াদু।
স্বাগত বক্তব্য রাখেন- বিসিএএসের নির্বাহী পরিচালক ও আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞ ড. আতিক রহমান। প্রকল্পের বিবরণ বর্ণনা করেন প্রকল্পের টিমলিডার খন্দকার মঈনুদ্দীন ও ফিল্ড কো-অর্ডিনেটর আমিনুর রহমান।
এ সময় সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার বিপদাপন্ন জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সক্ষমতা বৃদ্ধির সম্মিলিত প্রচেষ্টা প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জহিরুল ইসলাম ও সিনিয়র প্রোগ্রাম অফিসার বিধান চন্দ্র টিকাদারসহ অন্যান্য কর্মকর্তা এবং প্রকল্প এলাকার উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
প্রকল্পটি বাগেরহাটের মোড়েলগঞ্জ, খুলনার পাইকগাছা, সাতক্ষীরার শ্যামনগর অঞ্চলে বাস্তবায়িত হচ্ছে।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫