ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
গাংনীতে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ফাইল ফটো

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে গাংনীর পিরতলা পুলিশ ক্যাম্প সদস্যরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাজীপুর গ্রামের মুন্সিপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এ ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।



গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, কাজীপুর গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল হান্নান ফেন্সিডিল পাচার করছে এমন সংবাদে মুন্সীপাড়ার একটি বাগানে অভিযান চালান পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিলগুলো ফেলে পালিয়ে যায় আব্দুল হান্নান। পরে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

তবে মাদক নিয়ন্ত্রণ আইনে ফেন্সিডিলের মালিক পলাতক আব্দুল হান্নানের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।