ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মধ্যরাতে ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
মধ্যরাতে ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি বাংলানিউজটোয়েন্টিফোর.কম /ফাইল ফটো

ঢাকা: শীত শেষে বসন্তের দ্বিতীয় রাতেই হঠাৎ বৃষ্টির অম্লমধুর অভিজ্ঞতায় পড়েছেন রাজধানীবাসী। এ রাতে মেঘ গুড় গুড় করে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেছে ঢাকা।



রোববার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এরমধ্যে- মিরপুর, মোহাম্মাদপুর, মাজার রোড, গাবতলী এলাকা রয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে শুরু, পরে ভালোই ঝমঝম বৃষ্টি হয়েছে এসব এলাকায়।

বৃষ্টিতে ঘরে থাকা মানুষেরা গরম কাপড়ে ঘুমের বাড়তি আরাম পেলেও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বাস্তুহারা ফুটপাতের বাসিন্দাদের। বসন্ত এলেও এখনও কুয়াশা ঘেরা কনকনে ঠাণ্ডায় নিম্ন আয়ের এই মানুষদের কাছে যেন রাতের দানব হয়েই হানা দিয়েছে বৃষ্টি।

এদিকে, বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কের ধুলাবালু কমে পথঘাট হয়েছে পরিস্কার। সেই সঙ্গে হালকা দমকা বাতাস বাড়িয়েছে শীতের শিহরণ।

তাই তো কবিতার ভাষায় বলা যায়- ঘরের চালে টুপ টাপ, বৃষ্টির ফোঁটা পড়ছিল, দূরের ডোবায় ব্যাঙেরা সব, বেসুরো গান ধরছিল।

** ঢাকায় ভোররাতে, সকালে মাদারীপুর, বরিশালে বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।