মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার ভাটরা গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজাদ শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আজাদ শেখ পাশের পাল্লা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মাজেদ শেখ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি উপজেলার দীঘা ইউপির নাগড়ীপাড়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলাকালে ভাটরা ও পাল্লা গ্রামের দুই দল যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে পাল্লা গ্রামের বাসিন্দা আজাদ শেখ ও তার ৪/৫ জন বন্ধুকে নিয়ে ভাটরা এলাকার সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন।
এ সময় ভাটরা গ্রামের রহমান মোল্লার ছেলে আলী আহমেদ ও তার লোকজন তাদের ধাওয়া করে। এই খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে ভাটরা এলাকার আতিয়ার ফকিরের বাড়ির সামনের সড়কে প্রতিপক্ষের লোকজন আজাদ শেখকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর রাত পৌনে ৯টার দিকে আজাদ শেখের মৃত্যু হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের মহম্মদপুর ও মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোকসেদুল মোমিন আজাদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫