ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে জয়পুরহাটে রিভলবারসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
পাঁচবিবিতে জয়পুরহাটে রিভলবারসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া থেকে বিদেশি একটি রিভলবার, ২৬ রাউন্ড গুলি, ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ দুই অস্ত্র ব্যসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে চাঁনপাড়া বাজারের আলী সুপার মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।


 
আটক ব্যক্তিরা হলেন-বগুড়া সদর উপজেলার সূত্রাপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে রকিবুল ইসলাম (৩৯) ও বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফুলতলী গ্রামের মৃত খয়বর আলীর ছেলে মাহবুবুর রহমান (৪০)।

র‌্যাব জানায়, মোটরসাইকেলে করে ওই দুইজন অস্ত্র বিক্রির উদ্দেশে চাঁনপাড়া আসেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা র‌্যাব সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে রিভলবার, ২৬ রাউন্ড গুলি, নগদ ৬৩ হাজার ৫০০ টাকা, তিনটি মোবাইল ফোন সেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়ের করে আটক দু’জনকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।