ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পত্রিকার হকারসহ চার জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত থেকে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় রূপসী বাংলা হোটেলের বিপরীত পাশের সড়কে একটি ভ্যানকে ট্রাক ধাক্কা দিলে কাইয়ুম নামে এক রিকশা চালক মারা যান। কাইয়ুম ভ্যানের পেছনে বসা ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান ভ্যান চালক রিয়াদ। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে কাইয়ুম মারা যান।
ভ্যান চালক রিয়াদ জানান, তারা কেরাণীগঞ্জ থেকে পাট বোঝাই করে কারওয়ান বাজার যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনায় পড়েন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভাটারার নতুন বাজারের একশ’ ফিট রাস্তায় সিএনজি অটো রিকশার ধাক্কায় পথচারী মহারানী (৪০) নামে এক নারী গুরুতর আহত হন। পরে তাকে ঢামেকে নিয়ে গেলে সকাল ১০টায় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।
মহারানীর স্বামী নরেন্দ্র সরকার জানান, তিনি ও তার স্ত্রী নতুনবাজারের একশ’ ফিট রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তারা দুর্ঘটনায় পড়েন।
তারা বাড্ডার সাতারকূলে বসবাস করেন।
ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে মিরপুর সেনপাড়ার পর্বতা এলাকায় নিজের ট্রাকের চাপায় কবির হোসেন বজলু (২৫) নামে এক চালক ঘটনাস্থলেই মারা যান। রোববার ভোর ৫টায় এ ঘটনা ঘটে।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে। তার বাসা মোহাম্মদপুর চাঁদ উদ্যানে।
রোববার ভোর ৫টার দিকে মুগদা থানার টিটিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (৩২) নামে এক পত্রিকার হকার মারা গেছেন।
মুগদা থানার এসআই সিরাজুদ্দৌলা জানান, জসিম বাই সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জসিমের সহকর্মী আবদুর রহিম জানান, শাহবাগে সংবাদপত্র হকার্স সমিতির সুপারভাইজার ছিলেন জসিম। তিনি মুগদার বাসা থেকে শাহবাগে যাচ্ছিলেন। পথে মুগদা টিটিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময় : ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫